thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

কূটনীতিকদের দৌড়ঝাঁপ-ভিসানীতির চাপ কেটে গেছে, দাবি আওয়ামী লীগের

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ০৬:৫০

ফাইল


বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের আওয়ামী ও বিএনপির মধ্যে চলমান অস্থিরতার মধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসানীতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। দেশটির এই ভিসানীতির ফলে ক্ষমতাসীন শিবিরে বেশ চাপ তৈরি হয়। আওয়ামী লীগের নেতাদের বক্তব্য-বিবৃতিতে সেটা বেশ স্পষ্টই প্রকাশ পায়। আতঙ্ক ছিল প্রশাসনেও। তবে, সম্প্রতি মার্কিন প্রতিনিধি উজরা জেয়া এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সফরের পর পরিস্থিতি পাল্টেছে বলে দাবি ক্ষমতাসীনদের।

আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপিসহ বিভিন্ন দল বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে বিকৃত তথ্য উপস্থাপন করে বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের কাছে উদ্বেগের জায়গা সৃষ্টি করেছিল। সেই কালো মেঘ কেটে গেছে। বিদেশিদের মধ্যে বাংলাদেশের বিষয়ে ইতিবাচক মনোভাবের উন্মেষ ঘটিয়েছে এই সফর।


বাংলাদেশে মার্কিন ভিসানীতির পর কোনো কোনো গণমাধ্যম দাবি করছিল- অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। তবে এখন পর্যন্ত এ আশঙ্কা দেখছেন না ক্ষমতাসীনরা। ভিসানীতি প্রকাশের পর মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং ইউরোপীয় প্রতিনিধি দল দেশের অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে বসেছেন। তারা এসব রাজনৈতিক দলের বক্তব্য শুনেছেন।

 


এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, ‘বিএনপি নেতারা আশার মালা গেঁথে প্রহর গুনেছেন কখন আসবেন উজরা জেয়া, কখন আসবেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। কিন্তু তারা এসে চলে গেলেন। বিএনপি যা শুনতে চেয়েছিল, হয়নি। বরং যুক্তরাষ্ট্র এবং ইইউ প্রতিনিধিরা বলে গেছেন- তত্ত্বাবধায়ক তাদের প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন চান তারা। যে কারণে তাদের (বিএনপি) চোখ-মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাদের মধ্যে এখন আর আনন্দ নেই। তাদের আশা পূরণ হয়নি।’


জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বাংলার কথাকে বলেন, ‘বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিনিধি দলের বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের কিছু জনবিচ্ছিন্ন ব্যক্তি, দল ও সংগঠন পরিকল্পিতভাবে বিদেশিদের প্রতিনিয়ত আমাদের দেশ সম্পর্কে নানা কুৎসা প্রচার করে আসছে। তারা বিকৃতভাবে নানা তথ্য, ছবি, ভিডিও বিদেশিদের কাছে উপস্থাপন করে বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগের জায়গা সৃষ্টি করেছিল। বিদেশিদের সরেজমিন সফর, মতবিনিময়, বৈঠক এসব বিকৃত তথ্যের মেঘ কেটে গেছে। অদম্য বাংলাদেশের এগিয়ে চলা তাদের মধ্যে ইতিবাচক মনোভাবের উন্মেষ ঘটিয়েছে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর