প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১৯:২২
শনিবার (২৯ জুলাই) রাজধানীর ধোলাইখাল মোড়ে অবস্থান বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের হামলায় সুত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ গুরুতর আহত হয়েছেন। হামলায় তার মাথা ফেটে গেছে।
দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
এদিন রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। পরে স্থান পরিবর্তন করে তা নেওয়া হয় ধোলাইখাল মোড়ে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে।
এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে সুত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদের মাথা ফাটিয়ে দেন।
এদিন বেলা ১১টার দিকে ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ ও বিএনপির তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে এসআই নাহিদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। তাকে বেধড়ক মারতে থাকেন। এসময় তার মাথা ফেটে যায়।
আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন: