thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে আটক করেছে পুলিশ

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১৯:৩৬

সংগ্রহীত

শনিবার (২৯ জুলাই) বতর্মান সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্তির এক দফা দাবিতে রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে আটক করেছে পুলিশ।

বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। একই স্থান থেকে দুপুর ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে পুলিশ।

 

বিএনপির এ দুই নেতাকে আটকের বিষয়টি বাংলার কথাকে নিশ্চিত করেছেন পুলিশের লালবাগ জোনের ডিসি জাফর হোসেন।

এদিন রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু সেখানে সকাল থেকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় বিএনপি স্থান পরিবর্তন করে ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে। পরে সেখানে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে।

 

এদিকে রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে তুলে নিয়ে গেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গাবতলী থেকে তাকে পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর