প্রকাশিত:
২ আগষ্ট ২০২৩, ০৩:০৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ অগাস্ট। তারই স্মরণে অগাস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতি জাদুঘরের সামনে জ্বালানো হয় হাজারো মোমবাতি।
সোমবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে এই আলোক প্রজ্জ্বালন কর্মসূচি চলে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের হাজারো নেতাকর্মী হাতে মোমবাতি নিয়ে জড়ো হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটির সামনে। সেখানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সজল কুন্ডু নেতৃত্বে আলোর মিছিল হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু বলেন, শোককে শক্তি করে আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবো এবং যারা বাংলাদেশে আবারো ১৫ আগস্ট ঘটাতে চাই। তাদের কে বলে দিতে চাই। বাংলাদেশ আর কোনো ১৫ আগস্ট হবে না। যদি কেও বাংলাদেশে আবারো ১৫ আগস্ট ঘটাতে চাই তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
মন্তব্য করুন: