thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত:
১৪ মে ২০২৩, ০০:০৮

ফাইল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেয়ের সামনে নয়ন তারা (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী চাঁন মোস্তফা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১৩ মে) ভোরে উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে (ইটভাটা) এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক চাঁন মোস্তফাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছে ইটভাটার অন্য শ্রমিকরা।

ইটভাটার শ্রমিকরা জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে তার স্ত্রী ও একমাত্র মেয়ে তাজিনকে (১০) নিয়ে বসবাস করতেন।

 

শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে তিনি ও তার স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ঘুম থেকে জেগে যায় মেয়ে তাজিন। এক পর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে কোপাতে থাকে তার স্ত্রীকে। এ অবস্থায় তার মেয়ে ঘর থেকে বেরিয়ে অন্য শ্রমিকদের বিষয়টি জানায়। তারা গিয়ে দেখতে পায় নয়ন তারার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে। পরে চাঁন মোস্তফাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসাইন জানান, লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর