প্রকাশিত:
১৭ মে ২০২৩, ০৪:১৫
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মানিকগঞ্জ হরিরামপুরে এক অসহায় হতদরিদ্র নারীর ধান কেটে দিয়েছেন। আজ মঙ্গলবার (১৬ মে) হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি গ্রামে সাহিদা আক্তারের ২৫ শতক জমির ধান কেটে দেন তিনি। এ সময় ইনানের সঙ্গে ধান কাটায় অংশ নেন মানিকগঞ্জ জেলা ও হরিরামপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সাহিদা আক্তার জানান আমি কিছু দিন যাবত অনেক চিন্তা ছিলাম। আমি টাকার অভাবে আমার জমির ধান কাটাতে পারছিলাম না। ঠিক সেই সময় আমার কাছে আল্লাহর রকম হিসেবে উপস্থিত হন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেষ ওয়ালী আসিফ ইনান। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং তিনি বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন বাংলাদেশ ছাত্রলীগ শুধু ছাত্রলীগের নেতা কর্মীদের সংগঠন না। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের সংগঠন বাংলা মানুষের সংগঠন।
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন। দেশরত্ন, জননেত্রী, কৃষক কূলের নয়নমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গত প্রায় ১ মাস যাবৎ আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছি .....
মানবতার সেবায় বাংলাদেশ ছাত্রলীগ ;
কৃষকের পাশে বাংলাদেশ ছাত্রলীগ।
মন্তব্য করুন: