thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

দেশে রেলওয়ে বন্ধের আশঙ্কা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৩, ০০:৫৪

ফাইল

আজ রবিবার (২৭ আগস্ট) মধ্যরাত ১২টা থেকে কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সারাদেশে ট্রেনের শিডিউলে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্সের বাড়তি টাকা ও সেই অনুসারে পেনশন প্রদানের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।

ব্রিটিশ রেল আইন অনুযায়ী চলন্ত ট্রেনে দায়িত্ব পালন করা কর্মীদের মূল বেতনের সাথে অতিরিক্ত কাজের জন্য বাড়তি টাকা দেয়া হয়, যা মাইলেজ প্রথা নামে পরিচিত। এবং মূল বেতন অনুযায়ী প্রাপ্য পেনশন থেকে দেয়া হয় ৭৫% বেশি টাকা। এভাবেই বেতন ও পেনশন পেয়ে আসছিলেন রানিং স্টাফরা।

 

২০২১ সালে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা সীমিত করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। পেনশনে পাওয়া অতিরিক্ত ৭৫ শতাংশ টাকাও বাতিল করে। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন রানিং স্টাফরা। দুই বছর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেও পূর্বের সুযোগ সুবিধা বহাল না হওয়ায় রোববার মধ্যরাত থেকে কর্ম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সংগঠন।

রানিং স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেন চালক, সহকারী চালক, টিটিই ও ট্রেন পরিচালকরা। সুতরাং রবিবার মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধের আশঙ্কা রয়েছে। যদিও শ্রমিক নেতাদের সঙ্গে রেলের ঊর্ধতন কর্মকর্তাদের দেনদরবার চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর