প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৩, ০১:০৩
রবিবার (২৭ আগস্ট) রাজধানীর নীলক্ষেত সড়কে কাফনের কাপড় পরে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে এ আন্দোলন তাদের। আন্দোলনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
রবিবার বিকালের দিকে তারা অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলেন-স বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার, কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের তৌকিবুর হাসান বাপ্পি, ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু, কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের সাদেক বাপ্পি, তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাহবুব প্লাবন, বাংলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের রাজিব ইসলাম ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইয়াছিন আলী সাগর।
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে আনা হয়েছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত। দুজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন: