thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)কমিশনার অবসর প্রদান করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৩, ১০:২৩

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)কমিশনার খন্দকার গোলাম ফারুক

রবিবার (২৪ সেপ্টেম্বর )  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সম্প্রতি এই পদের দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৫৭ নম্বর আইনের ৪৩ (১) (ক) ধারা অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। 

সেখানে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন।

এর আগে গত ২০২২ সালের ২৩ অক্টোবর খন্দকার গোলাম ফারুককে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

১ নভেম্বর ডিএমপির দায়িত্বভার গ্রহণ করেন তিনি। প্রায় ১০ মাস এই পদের দায়িত্ব পালন করে অবসরে যাচ্ছেন।

সদ্য নিয়োগ পাওয়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমান  দায়িত্বভাগ গ্রহণ করবেন আগামী ১ অক্টোবর।। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর