প্রকাশিত:
৬ জুন ২০২৩, ০৪:৪৬
ঢাকা ১৭ আসনে উপ-নির্বাচনে স্বযন্ত্র প্রার্থী হতে চাই হিরো আলম। হিরো আলম বলেন, আপনারা সবাই জানেন আমি এর আগেও নির্বাচন করেছি। এখন আমি ঢাকা ১৭ আসনে নির্বাচন করতে চাই। এই আসনে নির্বাচিত সংসদ ছিলেন, অভিনেতা ফারুক সাহেব। দেখেন ফারুক ভাই নির্বাচিত হওয়া পর ওনি অসুস্থ হয়ে যান। আমি চাই মিয়া ভাইয়ের অসম্পূর্ণ কাজ গুলো আমি করতে চাই।
তিনি আরো বলেন :
দেখেন ফারুক ভাই, চলে যাওয়া পর অনেকেই নির্বাচন করবে বলেছেন। আমি কিন্তু বলি নাই, আমি আগে এই এলাকার মানুষের কাছে গিয়েছি, তাদের কথা শুনেছি তার পর এসেছি আমাকে এই এলাকার ভোটার বলেছেন আপনি আসেন আমরা আপনাকে ভোট দিবো। আমি ওনাদের সাহসে ঢাকা ১৭ আসনে উপ- নির্বাচনে অংশ নিতে এসেছি।
সাংবাদিক ওনাকে প্রশ্ন করেন আপনি কার সাপোর্টে নির্বাচনে এসেছেন। এই প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, দেখেন আমি কারো সাপোর্টে আসি নাই। আমি যদি সাপোর্টি আসতাম তাহলে কোনো দলের সাথে আসতাম তাহলে সাপোর্ট পেতাম।
ঢাকা ১৭ আসন উপ নির্বাচনে, আরো অনেক প্রার্থী আছে, নাম শুনা যাচ্ছে চিত্রনায়ক ফেরদৌস, t20 ক্রিকেট দলের অধিকার নায়ক, রাউন্ডার সাকিব আল হাসান, সহ আরো অনেক প্রার্থী আপনি তাদেরকে কি ভাবে দেখেছেন। এই প্রশ্নের জবাবে হিরো আলম বলেন। আমি ওনাদের নিয়ে ভাবছি না। ওনারা আমাকে নিয়ে ভাবে, আমি ওনাদের জম হয়ে এসেছি।
মন্তব্য করুন: