thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ঢাকা ১৭ আসনে উপ - নির্বাচনে লড়তে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকী

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৬ জুন ২০২৩, ০৬:১৩

নিজস্ব

চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে লড়াই করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

 

সোমবার (৫ জুন) নিজ ফেসবুক আইডি থেকে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। আজ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এ অভিনেতা।


তিনি বলেন, আমার বিশ্বাস দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। আমি তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি। আমার জনপ্রিয়তাও রয়েছে। আমি নির্বাচনে সফল হবো বলে আশাবাদী।

 


সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে মারা যান চিত্রনায়ক ফারুক। পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর