thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

গাজীপুরের সাবেক মেয়ের জাহাঙ্গীর আলমকে দুদকের তলব

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৭ জুন ২০২৩, ০২:৩৯

ফাইল

দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত ও
প্রকল্পে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনে - দুদকের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক।


জাহাঙ্গীর তার বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে হাজির হন জাহাঙ্গীর আলম। এসময় কারও সঙ্গে কথা না বলে সরাসরি দুদক কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

দুদকের উপপরিচালক আলী আকবের নেতৃত্বে আলাদা দুইটি টিম গাজীপুরের সাবেক মেয়ের জাহাঙ্গীর আলম তলব করেছে। মেয়র থাকাকালে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মাসৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৩ মে তলব করে চিঠি দেয় দুদক। চিঠিতে তাকে ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিলো। জাহাঙ্গীর পক্ষ থেকে তার আইনজীবী অভিযোগ থেকে অব্যাহতির আবেদনও করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর