thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

রাজধানীর সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৪, ১৬:৪১

সংগ্রহীত

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে, রাজধানীর সাইন্সল্যাবরেটরি এলাকায় সায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানী সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে আজ আবারো বিক্ষোভ করছে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার।

রাজধানীর সাইন্সল্যাবরেটরি এলাকায় ব্লকেড কমর্সূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা, দাবি আদায় না হওয়া পর্যন্ত সাইন্সল্যাব ব্লকেড থেকে না সরার কথা বলেন। নতুন কমিশন গঠন করে সেখানে ছাত্র প্রতিনিধি রাখার দাবি এই শিক্ষার্থীদের। অন্যথায় সংস্কার কমিটি বাতিল চান তারা। একইসাথে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে, রাস্তা অবরোধ করে ব্লকেড কমর্সূচী দেয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে জরুরি প্রয়োজনে বা হাসপাতালে যাওয়ার গাড়িগুলোকে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা।

সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেয়া হয়৷

বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর