thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ গণহত্যার’ বিচার হওয়ার আগে আর নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সে বিষয় সংশয়: আইন উপদেষ্টা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৪, ২১:১১

সংগ্রহীত

জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন এরপর খুব জোড় সুরে শোনা যাচ্ছিলো আওয়ামীলীগএর নিষিদ্ধ বিষয়ে যদিও আওয়ামীলীগ এর ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।


এরইমধ্যে নির্বাচন নিয়ে কথা বলতেছে জনগণ, সকলের প্রশ্ন আওয়ামীলীগ কী নির্বাচনে অংশ গহন করতে পারব?


এই প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা: আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার’ বিচার হওয়ার আগে আর নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।

তিনি বলছেন, রাজনীতিতে এখন এই দলটি কতটুকু গ্রহণযোগ্যতা আছে, তা নিয়েও ‘কথা থেকে যায়’।

মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন আসিফ নজরুল। আওয়ামী লীগ ও শরিক দলগুলো আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেই প্রশ্ন সাংবাদিকরা তখন করেন।


জবাবে আসিফ নজরুল বলেন, “এটা আমার বলার স্টেজ না। যারা হাজার-হাজার মানুষ হত্যা করেছে, ৪০ থেকে ৫০ হাজার মানুষকে অঙ্গহানি করেছে, এবং এখনও তারা ওটার পক্ষে কথা বলে।

“তাদের নেত্রীর ২৮৭ জনকে দেখে নেওয়ার রেকর্ডটা যদি কারেক্ট হয়, যে সন্ত্রাসী হুমকি দিচ্ছে অন্য দেশে বসে, যিনি একটা গণহত্যা মামলার আসামি, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ একসেপ্ট করবে এই দলকে। বিচার প্রক্রিয়ার পরে দেখা যাবে, এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায়।”


সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সত্তা’ বিবেচনা করে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

আওয়ামী লীগসহ ১১ দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে একটি রিট মামলাও করেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিনজন, তবে সেগুলো আপাতত না চালানোর কথা আদালতকে জানিয়েছেন তাদের আইনজীবী।

দেশের অন্যতম প্রাচীন এই দলটি নিয়ে আসিফ নজরুলের ভাষ্য, “তাদের বিচার এবং রিডেম্পশন আমরা যেটাই বলি, এগুলোর আগে তারা পলিটিক্যাল কর্মসূচি চালাবে কি হাজার-হাজার মানুষকে হত্যা করার জন্য? তাদের কথাবার্তা শুনে তো এরকম মনে হয়। ফলে, এগুলো একটা প্রসেসের মধ্য দিয়ে আসবে।”

উপদেষ্টা বলেন, “এখনও এত বড় আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, এবং আরও মানুষকে সুযোগ পেলে হত্যা করার হুমকি দেয়, এ দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা এ প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে থাকল।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর