thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

স্পিকারে দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্ট

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৪, ১০:৫৬

সংগ্রহীত

জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামীলীগ সরকারের পতন এর পর, জাতীয় সংসদের স্পিকার পদত্যাগ করেছেন এবং
ডেপুটি স্পিকারকে গ্রেফতার করে
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তাঁর প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর পর থেকে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। শফিকুল আলম বলেন, যেহেতু স্পিকারের পদটি শূন্য, তাই তার আর্থিক ও প্রশাসনিক কাজের দায়িত্ব আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অর্পণের সিদ্ধান্ত হয়েছে।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তৈরি পোশাক খাতের শ্রমিকরা যে আন্দোলন করছেন, সেটাকে সরকার কোনো ষড়যন্ত্র হিসেবে দেখছে না। গণ-অভ্যুত্থানের পর অনেক কারখানার মালিক পালিয়ে গেছেন। ওইসব কারখানা শ্রমিকদের বেতন দিতে পারছে না। ফলে সেখানে আন্দোলন হচ্ছে। এ আন্দোলনকে সরকার কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হিসেবে দেখছে না।

এ মুহূর্তে তৈরি পোশাক খাতের ৯৯ শতাংশ কারখানা চালু আছে বলেও জানান শফিকুল আলম।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সরকার যে সার্চ কমিটি করেছে, তারা নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করবেন বলে আশা প্রকাশ করেছেন শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে নির্বাচন আয়োজনের কাজ শুরু হয়ে যাবে।

ঢাকার যানজট সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘যানজট নিরসনে বর্তমান সরকারের চেষ্টার কমতি নেই। উপদেষ্টা পরিষদেও যানজট নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর