thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

গনভবন জাদুঘরে রুপ দিতে লেখক এবাদুর রহমানকে প্রধান করে (১৯) সদস্যের কমিটি

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৪, ১৩:৫০

সংগ্রহীত

আজ শনিবার (২ নভেম্বর) গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

লেখক ও গবেষক এবাদুর রহমানকে ১৯ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে। জুলাই-আগস্টে সারাদেশে পতিত আওয়ামী সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরা হবে গণভবনে। আয়নাঘরের রেপ্লিকা হবে। এখানে একটি গবেষণাকেন্দ্রও থাকবে। পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এ জাদুঘর সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, শিগগিরই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ সম্পন্ন হবে, এরপরই জনগণের জন্য উন্মুক্ত করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর