thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপিপন্থী ৭ জন আইনজীবীকে অব্যাহতি

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৪, ১২:০৪

সংগ্রহীত

রোববার (৩ নভেম্বর) আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপিপন্থী ৭ জন আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

পাশাপাশি অভিযোগ আনা আইনজীবী নাজমুল হুদাকে ১ লাখ টাকা জরিমানাও করেন আপিল বিভাগ। আগামী ৩ সপ্তাহের মধ্যে তাকে এই অর্থ পরিশোধ করতে হবে। জরিমানার টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেয়ারও নির্দেশ দেন আপিল বিভাগ।

অব্যাহতি পাওয়া আইনজীবীরা হলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

প্রসঙ্গত, আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় এই সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। গত ১২ জুন তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আপিল বিভাগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর