thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ভোটের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্রও ফিরে পাবো না: তারেক রহমান

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৪, ১৬:০৮

সংগ্রহীত

শুক্রবার (৮ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেন, ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও শান্তি নেই। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্রও ফিরে পাবো না। দলটির র‍্যালি পূর্ব সমাবেশ অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশবিরোধী একটি চক্র এখনও সক্রিয়। সরকারকে তারা ব্যর্থ করতে চায়। তবে বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। এ সময় অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির র‍্যালি কারও বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নয়। এটি নিজেদের স্বার্থ এবং ভোটাধিকার নিশ্চিতের মিছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর