thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

পুলিশ কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে : সাখাওয়াত হোসেন

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৪, ১৭:০০

সংগ্রহীত

শনিবার (৯ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে বলে।

এ সময় পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বলেন, কমিশন গঠনের মাধ্যমেই পুলিশ বাহিনীকে মানবিক করে তুলতে হবে। পুলিশকে সুশৃঙ্খল বাহিনীকে গড়ে তুলতে হলে উচ্চপদস্থ কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিহারের ব্যাপারেও জোর দেন তিনি।

একই সময়, তাদের অধস্তন পুলিশদের সাথে দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানান। থানা পর্যায় থেকে পুলিশকে জনসম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এজন্য মাঠ পর্যায়ের পুলিশের সাথে জনগণের সম্পর্ক স্থাপন করে নাগরিক কমিটি গঠনেরও পরামর্শ দেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর