thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৪, ১৫:১৯

সংগ্রহীত

আজ রবিবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের বিচারের দাবিতে গুলিস্তানের ‘শহীদ নূর হোসেন চত্বরে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে। দুপুরে এই কর্মসূচি শুরু হয়। এরপর সেখানে সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের পর ছাত্র-জনতা সিদ্ধান্ত নেবে তারা রাজপথে আসতে পারবে কি না। আওয়ামী লীগকে এখন রাজনীতির চোখে নয় জ্যুডিশিয়াল লেন্সে দেখতে হবে।

এর আগে, রোববার সকালে শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন শ্রেনী-পেশার মানুষও শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে একইদিন পালটা কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই ক্ষোভে ফুঁসে উঠে গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতা। আওয়ামী লীগকে প্রতিরোধের ঘোষণা দেয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর