thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২১শে ভাদ্র ১৪৩২

ঢাকা ৭ আসনের সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৪, ১৪:৩০

সংগ্রহীত

গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে তাকে রাজধানীর গুলশান থেকে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের পুত্র।

জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে চকবাজার থানার একটি দল সোলায়মান সেলিমকে গ্রেফতার করে। ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সোলাইমান সেলিমের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর