thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২

আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের প্রশ্ন

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৪, ১৩:৫২

সংগ্রহীত

মঙ্গলবার (১৯ নভেম্বর) আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্ট। এই চুক্তি কেনো পুনবির্বেচনা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই চুক্তির সব নথি একমাসের মধ্যে দাখিল করতে বলেছেন। এছাড়া, একমাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। দুই মাসের মধ্যে এ বিষয়ক প্রতিবেদন দাখিল করতে হবে।

এর আগে, ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম। ২০১৭ সালের ৫ নভেম্বর কার্যকর হওয়া আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর