thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২

আজ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৪, ১২:০৭

সংগ্রহীত

আজ (২০ নভেম্বর) বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। শুনানির জন্য আদালতে হাজির হয়েছেন আসামি আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশারফ হোসেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, গত ৫ অক্টোবর আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের কথা ছিলো। সেদিন ৭ জন আসামির পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়।

এ সময়, আদালতে উপস্থিত ছিলেন মামলার অন্যতম দুই আসামি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। শুনানির জন্য প্রস্তুত ছিলেন দুদকের আইনজীবীও। তবে বিচারক মামলা শুনতে ২০ নভেম্বর দিন ধার্য করেন।

আসামি পক্ষের আইনজীবী জানান, সব নিয়ম মেনেই বড় পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণে টেন্ডারকাজ সম্পন্ন করা হয়। শুধুমাত্র রাজনীতি থেকে দূরে রাখতে ওয়ান ইলেভেন সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে।

তিনি আরও জানান, পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসেই আদালতকে প্রভাবিত করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করিয়ে নেয়। আর প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া ও বিএনপির নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করতে থাকে। যার কারণে এতদিন পরও মামলার অভিযোগ গঠন করতে পারেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর