thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

রিমান্ড চলাকালে দেশ টিভির এমডি অসুস্থ হয়ে পড়েছেন

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৪, ২০:২৭

সংগ্রহীত

রিমান্ড থাকাকালে অসুস্থ হয়ে পড়েছেন দেশ টিভির এমডি আরিফ হাসান। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

এর আগে, শনিবার রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় আরিফ হাসানকে। এরপর পরদিন তাকে হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে।

জিজ্ঞাসাবাদের জন্য দেশ টিভির এমডিকে ৩ দিনের রিমান্ডের আবেদন করলে, আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, বিমানবন্দর এলাকায় গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয় নবম শ্রেণির ছাত্র সজীব। এ ঘটনায় গতকাল সজীবের বাবা সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আরিফ হাসানসহ ১৫ জনকে আসামি করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর