thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

গাজীপুরের আন্দোলন করছে গার্মেন্টস কর্মীরা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৪, ১১:৫০

সংগ্রহীত

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই জেলার চক্রবর্তী ও জিরানী এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।

শ্রমিকরা জানায়, ভোরে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশনের ২ নারী শ্রমিক রাস্তা পারাপারের সময় দুরপাল্লার বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই সড়কে নেমে আসে ক্ষুব্ধ শ্রমিকরা।

এদিকে, বুধবার (২০ নভেম্বর) জিরানী এলাকায় ওকো টেক্স কারখানার এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আজও অবরোধ করেছে কারখানার শ্রমিকরা। সকাল থেকেই নবীনগর-চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথবাহিনী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর