thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছে বিএনপি

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৪, ১৯:১৫

সংগ্রহীত

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায় গিয়েছেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু বৈঠকে অংশ নেয়ার কথা থাকলেও তিনি সিরাজগঞ্জে থাকায় যমুনায় যেতে পারেননি।

বিএনপির সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আলোচনা করবেন তারা।

এর আগে, ২৩ অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির তিন নেতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর