প্রকাশিত:
১ ডিসেম্বার ২০২৪, ১৫:২৪
আজ রোববার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির ৩০ বছরের পথচলা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় দেয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মানুষের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতা কার্যক্রম বিশেষ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি।
এসময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সুশাসন ও সামাজিক কাঠামোসহ বিভিন্ন নীতিমালার ক্ষেত্রে সিপিডির অনেক ভূমিকা আছে। বিগত বছরগুলোতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিতে সিপিডি কাজ করে গেছে।
এসময় বক্তারা আরও উল্লেখ করেন, সিপিডি যেন ভবিষ্যতে বাধাহীনভাবে কাজ করতে পারে।
মন্তব্য করুন: