thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

সকল দলকে নিয়ে কাউন্সিল করে ঐক্য গড়ার সুপারিশ এসেছে : আইন উপদেষ্টা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৪ ডিসেম্বার ২০২৪, ২১:৩৯

সংগ্রহীত

আজ বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ওইসময় বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের আসিফ নজরুল বলেছেন, ‘সংলাপে আন্তর্জাতিক সব চুক্তি প্রকাশ করার প্রস্তাব এসেছে। সব দল ও সরকার মিলে একটি কাউন্সিল করে ঐক্য গড়ে তোলার সুপারিশ এসেছে।’

তিনি বলেন, ‘রামপালসহ বাংলাদেশের জন্য ক্ষতিকর সব চুক্তি বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা ভারতের কোনো উসকানিতে পা দেব না।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশ, জাতি ও সার্বোভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।’

সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে চলমান বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে আজ বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চসহ ১২ দলীয় জোটের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন তিনি।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব বৈঠক থেকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তিনি শিক্ষার্থীদের বলেছেন, তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, এক বিজয় অর্জন করেছ, আরেক বিজয় আসবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর