প্রকাশিত:
৮ ডিসেম্বার ২০২৪, ১৩:১৪
আজ রোববার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিে বলা হয়। ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী ২ জানুয়ারি দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব নাগরিকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুল রয়েছে, তারা যেন দ্রুত সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে তা সংশোধন করেন। ভুল সংশোধনের কাজ ২ জানুয়ারির আগেই সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
ইসি জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের আগে ভুল সংশোধন না করলে তা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, যা পরবর্তীতে আরও জটিলতার সৃষ্টি করবে।
ভোটার তালিকা হালনাগাদের এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি ভোটারদের যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন: