thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

সাবেক বিমানমন্ত্রী লে. কর্ণেল ফারুক খানসহ- ৪ জনকে রিমান্ডে দিয়েছে আদালত

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৮ ডিসেম্বার ২০২৪, ১৪:০৩

সংগ্রহীত

আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে
রাজধানীর ধানমন্ডি থানার শিক্ষার্থী শামীম হত্যা মামলায় নতুন করে সাবেক বিমানমন্ত্রী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ডিএসসিসির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ রবিবার তাদেরকে এই মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, এর আগেও একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে এই চারজন রিমান্ডে ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর