thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফেরানোর বিষয়টি আন্ত:মন্ত্রণালয়ের ইস‍্যু।

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১২ ডিসেম্বার ২০২৪, ২০:০২

সংগ্রহীত

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পূর্ব তিমুরের রাষ্ট্রপতির ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফেরানোর বিষয়টি আন্ত:মন্ত্রণালয়ের ইস‍্যু। উচ্চপর্যায়ের নির্দেশনা পেলে তাকে দেশে ফেরানোর উদ‍্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ বাংলাদেশি নাবিককে ফেরানোর বিষয়ে দিল্লির সাথে আলোচনা চলছে। নাবিকদের দ্রুত ফিরিয়ে আনা যাবে বলে আশা করছি।

পূর্ব তিমুরের রাষ্ট্রপতির ঢাকা সফর নিয়ে তিনি বলেন, আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফর করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। এছাড়া, ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের অনুষ্ঠানেও যোগ দিবেন তিনি।

পররাষ্ট্র সচিব আরও জানান, বাংলাদেশি অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের পূর্ব তিমুরে যেতে ভিসার প্রয়োজন হবে না। দেশটির প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে এই চুক্তি স্বাক্ষর হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর