thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

আজ ইতিহাসের সেই কালো ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৪ ডিসেম্বার ২০২৪, ০০:৩২

সংগ্রহীত

ইতিহাসের পাতায় থাকা কালো দিন ১৪ ডিসেম্বর আজ! শহীদ বুদ্ধিজীবী দিবস! ১৯৭১ সালের ঠিক এই দিনে বাঙালি জাতির সূর্য সন্তানদের দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা মিলে হত্যা করে।

পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে যে তাদের পরাজয় আর সময়ের ব্যাপার মাত্র তখনি তারা এই দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী হত্যার পথ বেছে নেয়। এর ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

আজ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাতটা পাঁচ মিনিটে রাষ্ট্রপতি ও সাতটা ছয় মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন। এ সময় তাদের স্যালুট দেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা একই দিনে সকাল সাতটা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে আটটায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া সকাল সাড়ে আটটা থেকে সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

আজকের এই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন দৈনিক পত্রিকা এদিন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্য বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও দিবসটি উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর