প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫, ১৪:৫৬
বুধবার (১ জানুয়ারি) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ইলেকটনিকস ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রেরণ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ, বছরের প্রথমদিন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
এতে এনসিটিবির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বইগুলো পেয়ে যাবে শিক্ষার্থীরা। ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় ৮টি বই দেয়া হবে। সব বই ২০ জানুয়ারির মধ্য পাওয়া যাবে। এখন পর্যন্ত পাঠ্যপুস্তক বোর্ড ৪১ কোটির মধ্যে ৬ কোটি বই পাঠাতে পেরেছে।
বই ছাপাতে দেরির কারণ হিসেবে রিয়াজুল হাসান জানান, গত আড়াই মাসের মধ্যে ৪৪১টি বই পরিমার্জন করতে হয়েছে। বই উৎসবের নামে বিগত সরকার অপচয় করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মন্তব্য করুন: