thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

এলপি গ্যাসের দাম কত দিন অপরিবর্তিত থাকবে?

অনলাইন ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫, ২০:২৯

সংগ্রহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রেখেছে। বিইআরসি ঘোষণা দিয়েছে যে, ২০২৫ সালের প্রথম মাসে গ্রাহকদের প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এক হাজার ৪৫৫ টাকা খরচ করতে হবে, যা ডিসেম্বর ২০২৩ এর মূল্য তালিকা অনুসারে একই থাকবে।

গত নভেম্বরে এক হাজার ৪৫৬ টাকা থেকে এক টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, এবং সেই দাম জানুয়ারিতেও বহাল থাকবে। বিইআরসি জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে।

এছাড়া, বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ এলপিজি গ্যাসের দাম কেজিপ্রতি ১২১ টাকা ১৯ পয়সা, এবং রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল গ্যাসের দাম কেজিপ্রতি ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

গাড়ির জন্য ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দামও সামান্য পরিবর্তন করা হয়েছে, যা এখন লিটারপ্রতি ৬৬ টাকা ৭৮ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৮১ পয়সা।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট চার দফা কমানো হয়েছে, তবে সাত দফা বাড়ানোও হয়েছিল। ২০২৩ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল, আর এপ্রিল, মে, জুন এবং নভেম্বরে দাম কমানো হয়েছিল। ডিসেম্বরে কোনো পরিবর্তন করা হয়নি।

এলপিজির দাম ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি নির্ধারণ করে আসছে, যেখানে সাধারণত ১২ কেজির এলপিজি সিলিন্ডার গৃহস্থালির ব্যবহারের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর