thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

ডিবি অফিস আর ভাতের হোটেল হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫, ১৪:১৬

সংগ্রহীত

আজ সোমবার (৬ জানুয়ারি) ডিবি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেন, সিভিল ড্রেসে আর অভিযান পরিচালনা করতে পারবে না ডিবি। ডিবি পরিচয়ে আর কাউকে তুলেও নেয়া যাবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সীমান্তের নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমার সীমান্তে সজাগ দৃষ্টি আছে। বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনভাবে গ্রেফতারও করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাদ পড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে আর তাদের নেয়া হবেনা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি অফিসের সবকিছু ঘুরে দেখেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর