thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

মঙ্গলবার লন্ডনে যাত্রা করবে বেগম খালেদা জিয়া

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫, ১৪:২৯

সংগ্রহীত

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টায় এয়ার আ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্য যাত্রা করবেন বিএনপি চেয়্যারপারসন খালেদা জিয়া

ড. জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের সাথে মেডিকেল বোর্ডের ৬জন সদস্য এবং ব্যাক্তিগত কর্মকর্তারা থাকবেন। এছাড়া লম্বা এ যাত্রায় তার সুস্থতা নিশ্চিতে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের ৪ জন চিকিৎসকও সঙ্গে থাকবেন।

লন্ডনে পৌঁছে সেখানকার ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ড. জাহিদ। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের রিসিভ করার কথা রয়েছে বলে জানানো হয়েছে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর