thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চাই তাহলে ডিসেম্বর নির্বাচন: প্রেস সচিব

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫, ১৮:২৯

সংগ্রহীত

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো যদি বড় ধরনের সংস্কার না চায় তবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দল যদি মনে করে, অন্তবর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ৬ মাস সময় নেবে।

প্রেস সচিব আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে গঠিত ছয়টি কমিশন তাদের প্রতিবেদন ১৫ জানুয়ারির মধ্যে জমা দেবে। এই প্রতিবেদন পর্যালোচনা করে এবং সবার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শফিকুল আলম আরও বলেন, লুটপাট, দুর্নীতি কিংবা জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতিতে থাকার কোনো অধিকার নেই। এছাড়া সরকার মাইনাস টু ফর্মুলা নিয়েও চিন্তা করছে না বলে জানান তিনি।

এসময় তিনি সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর