thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ফের প্রার্থীতা ফিরে পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২২ জুন ২০২৩, ২০:৪৮

সংগ্রহীত

ঢাকা ১৭ আসনের এমপি অভিনেতা ফারুকের মৃত্যুর পর খালি হয়, ঢাকা ১৭ আসন। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রথম প্রার্থিতা হারাই।

নির্বাচন কমিশনে (ইসি) আপিলের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে আশরাফুল আলম ওরফে হিলো আলম প্রার্থিতা ফেরত পান।


ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ জুন আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়ন যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন হিরো আলমসহ আটজনের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

 

মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে তখন বলা হয়েছিল, আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১২ আগস্টের মধ্যে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর