thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

যারা ৭১ অস্বীকার করে এমন ভক্ত অনুসারী আমি চাই না, জাহের আলভি

বিনোদন রিপোর্টার

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ০২:১৮

জাহের আলভি ফেসবুক একাউন্ট থেকে নেওয়া

ছোটপর্দার নিয়মিত মুখ জাহের আলভী। নিয়মিত করে যাচ্ছেন টেলিভিশন ও ইউটিউবে নাটক।
তার প্রতিটা নাটক মিলিয়ন ভিউ।

তবে অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্টবাদীতার জন্যও সমানভাবে পরিচিত তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তিনি তার ফেসবুক একাউন্ট থেকে পোস্টে লেখেন, যারা ৭১ অস্বীকার করে , অথবা ৭১ মুছে ফেলতে চায় , তারা নিজ দায়িত্বে আমার ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যান । হোক সে , পরিবার , আত্নীয়-স্বজন , ভাই-ব্রাদার, বন্ধু , সরকারি-বেসরকারি লোক, ভক্ত কিংবা gen-z সম্প্রদায় ।

এমন ভক্ত বা অনুসারীও আমি চাইনা যারা ৭১ কে অস্বীকার করে বা মুছে ফেলতে চায় ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর