প্রকাশিত:
১১ জুলাই ২০২৩, ২১:৪৭
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি সাগরকান্তা’।
সোমবার (১০ জুলাই) বিকেলে ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায় জাহাজটি।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অব্যাহত রাখতে কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি ছেড়ে আসে। সকালে বন্দরের ইনারে নিয়ে আসা হয় জাহাজটি। বর্তমানে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম চলছে।
গত ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত পাঁচটি জাহাজে মোট ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এলো বন্দরে।
এর আগে কয়লা সংকটে ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে কয়লা আসা শুরু হলে ২৫ জুন ফের উৎপাদনে যায় বিদ্যুৎকেন্দ্রটি।
মন্তব্য করুন: