প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ২৩:০৭
বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদের আহ্বায়ক হয়েছেন শেখ মাশফিকুর রহমান।
শনিবার (২৯ জুলাই ) বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদ বাংলাদেশের উপ প্রতিষ্ঠাতা আলী মোহন তাহের রহমান (বিজয়)
এই কমিটি ঘোষণা করা হয়।
আলী মোহন তাহের রহমান (বিজয়) বাংলার কথাকে বলেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদ সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে। গরীব অসহায় শিক্ষার্থীদের জন্য কাজ করে, যেমন কোনো শিক্ষার্থী যদি অর্থের অভাবে পরীক্ষার ফরম ফিলাপ না করতে পারে তখন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদ ওই শিক্ষার্থী ফরম ফিলাপ করতে সাহায্য করে।।
এই কমিটি আহ্বায়ক শেখ মাশফিকুর রহমান তিনি এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় বিদাই কমিটি সহ-সম্পাদক ছিলেন,।
মন্তব্য করুন: