প্রকাশিত:
১ আগষ্ট ২০২৩, ১৬:০৮
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরের পড়ে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।
দুই শিশু হলো- উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধ্যাহালা গ্রামের মো. কমল মিয়ার ছেলে মো. তোফায়েল মিয়া (৫) ও আলাল উদ্দিনের মেয়ে আফরোজা আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
জানা গেছে , তোফায়েল ও আফরোজা বাড়ির সামনে খেলা ধুলা করছিল। সবার অগোচরে সন্ধ্যার দিকে বাড়ির সামনের পুকুরের পড়ে যায়। এরপর বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরের দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলার কথাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন: