প্রকাশিত:
২ আগষ্ট ২০২৩, ১৭:১২
মঙ্গলবার (১ আগস্ট) দিনগত রাত ৮টার সময় সাদা পোশাকে বাসায় ঢুকে রুমের দরজা ভেঙে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতিবিন ইয়ামিন মোল্লা ও তার বাবা রফিকুল ইসলাম মোল্লাকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও তার বাবা রফিকুল ইসলাম মোল্লাকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।
তিনি জানান, রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকে তুলে নিয়ে যান। এরপর রাত ২টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযান শেষে বেরিয়ে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায় ডিবি।
মন্তব্য করুন: