thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

হিরো আলম বলেন রিজভী আমার বাবার বয়সি ওনি ক্ষমা চাইলে ক্ষমা করা হবে

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৩, ১৯:৩৯

নিজস্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র হিরো, আশরাফুল আলম ওরফে (হিরো আলম)। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয় মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

জবানবন্দি দেওয়ার এক পর্যায়ে হিরো আলম বলেন, উনি (রিজভী) ক্ষমা চাইলে তাকে যেন মাফ করে দেওয়া হয়। এসময় তার আইনজীবী মুনসুর আলী রিপন তাকে থামিয়ে মামলা দায়েরের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন।

 

মামলার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, রিজভীকে মাফ করে দেওয়া হোক। যাতে আমাকে নিয়ে কেউ কোনো কথা না বলেন... ভবিষ্যতে আওয়ামী লীগ, বিএনপির কোনো লোক আমাকে নিয়ে যেন বকাবকি করে কথাবার্তা না বলে, তাই আমি আদালতে এসেছি। ভবিষ্যতে আমাকে নিয়ে গালিগালাজ করলে আমি একটাকেও ছাড় দেবো না।

 

এর আগে রোববার (৬ আগস্ট) ডিবিতে অভিযোগের পর মামলা করতে ঢাকার আদালতে যান হিরো আলম। তিনি আদালতে প্রবেশ না করে নম্বর প্লেট ঢাকা একটি হাইয়েস গাড়িতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে অবস্থান নেন। এসময় তিনি গাড়িতে বসে অ্যাডভোকেট আব্দুল্লাহ মুনসুরের সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল মেডিকেল কলেজ ত্যাগ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর