প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ১৬:৪০
বুধবার (৯ আগস্ট) বগুড়ার দুপচাঁচিয়াতে সৎ মেয়েকে (১৯) ধর্ষণের অভিযোগে বাব আমজাদ হোসেনকে (৫৫) গ্রেপ্তার তার করেছে পুলিশ।
তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার তার আমজাদ হোসেন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলার কথাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আমজাদকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী মা একজন ভিক্ষুক। তিনি তার মেয়েকে নিয়ে দুপচাঁচিয়াতে নিজ বাড়িতেই বসবাস করেন। তরুণীর বাবা মারা যাওয়ার পর পাঁচ বছর আগে তার মা অভিযুক্ত আমজাদ হোসেনকে বিয়ে করেন। আমজাদেরও এটি দ্বিতীয় বিয়ে হওয়ায় তিনি মাঝে মধ্যে দুপচাঁচিয়াতে এসে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে সময় কাটাতেন। ৩০ জুন ওই তরুণীর মা ভিক্ষা করতে বেরিয়ে গেলে আমজাদ তাকে একা পেয়ে ধর্ষণ করেন। পাশাপাশি এই কথা কাউকে বলে দিলে হত্যার হুমকিও দেন।
এরপর থেকে একাধিকবার বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে সৎ মেয়েকে ধর্ষণ করেন আমজাদ। সবশেষ ৭ আগস্ট ওই তরুণীকে একা পেয়ে ফের ধর্ষণের চেষ্টা করা হয়। ওই সময় কৌশলে তরুণী বাড়ি থেকে পালিয়ে পাশের এক চাচার বাসায় আশ্রয় নেন। পরে পরিবারের সবাইকে বিষয়টি জানিয়ে মঙ্গলবার রাতে তিনি মামলা করেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার
আমজাদকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন: