thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

রবিবার ঢাকায় ৬ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫৬ মিলিমিটার

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৩, ২৩:১৬

নিজস্ব

রবিবার (১৩ আগস্ট) ভোর থেকে ঢাকায় চলছে টানা বর্ষণ। বৃষ্টির বাধায় ঘরবন্দী হয়ে দিন কেটেছে অনেকেরই। টানা বর্ষণের কারণে রাজধানীর অনেক সড়কে জমেছে পানি। আবহাওয়া অফিস জানালো সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৫৬ মিলিমিটার।


বিকেলে ঢাকা ও আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়।

সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬ ঘণ্টার এই পূর্বাভাসে আরও বলা হয়, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর