thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদযাত্রায় এসে ইউনিয়ন বিএনপি সভাপতির মৃত্যু হয়েছে

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ০০:১২

ফাইল

শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কাউতুলি স্টেডিয়াম মার্কেটের সামনে তিনি অসুস্থ হয়ে পড়েন। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদযাত্রায় এসে ইউনিয়ন বিএনপি সভাপতির মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই বিএনপি নেতার নাম- মোহাম্মদ মিয়াচাঁন। তিনি বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। মিয়াচাঁন চরইসলামপুর ইউপির ৫ নম্বর ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

 

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল (সদর) হাসপাতালের আবাসিক চিকিৎসক ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মোহাম্মদ মিয়াচাঁন নামের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে ভর্তি করার অনেকে আগেই তিনি মারা যান।

বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সি বলেন, পদযাত্রা নিয়ে কাউতুলি থেকে সরকারি কলেজের সামনে আসার পথে কাউতুলি স্টেডিয়াম মার্কেটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিয়াচাঁন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়াচাঁনের ভাতিজা মো. মাহাবুব বলেন, ‘বিএনপির মিছিলে গিয়ে আমার চাচা হঠাৎ পড়ে যায়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’


জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এ বি এম মোমিনুল হক জানান, পদযাত্রায় অংশ নিতে মিয়াচাঁন মেম্বার বিজয়নগর থেকে আসা মিছিলের সঙ্গে আসেন। পরে শহরের কাউতলী এলাকায় এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর