thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

পদ্মা সেতু থেকে ঝাপ দেওয়া সেই ব্যক্তি খোঁজ পাওয়া গিয়েছে

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ১৬:৩৬

ফাইল

 

পদ্মা সেতু থেকে ঝাঁপিয়ে পড়া অটোরিকশাচালক শরিফুল পদ্মা সেতু উত্তর থানায় হাজির হয়েছেন। নিখোঁজের তিন মাসেরও বেশি সময় পর আজ রোববার (১ অক্টোবর) সকালে থানায় হাজির হয়েছিলেন বলে জানিয়েছেন পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

 

ওসি আলমগীর হোসেন বাংলার কথাকে বলেন, সেই অটোরিকশাচালক (শরিফুল) নিজে হাজির হয়ে জানিয়েছেন তিনি পদ্মা সেতু হতে ঝাপ দেওয়া সেই ব্যক্তি।

 

তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, তিনি (অটোরিকশাচালক) তো আর গ্রেপ্তার হওয়ার মতো কোনো অপরাধ করেনি।

 

এর আগে চলতি বছরের ১৮ জুন দিবাগত রাত ২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে উল্টো পথে সেতুতে উঠে পড়েন অটোরিকশাচালক শরীফুল। বিষয়টি টের পেয়ে সেতুর নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করলে সেতুর ২১ নম্বর পিলারের কাছে অটোরিকশা রেখে পদ্মা নদীতে ঝাঁপ দেন চালক শরিফুল


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর