thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

দেশে আবারও হরতাল ডাক দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি

নিজস্ব রিপোর্টার

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৩, ১৬:৫১

নিজস্ব

আগামী রোববার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর)
সরকারের পতন ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। 

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান অলি আহমদ।

 

 

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, ‘মেহেরবানি করে আপনারা অবরোধ পালন করুন। সাহসিকতার সঙ্গে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন। ভয় পেলে চলবে না। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অর্জন হলো তার আত্মসম্মান। সেই সম্মান হারিয়ে কী হবে, একবার ভেবে দেখুন। আপনাদের নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। নিজের নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হোন। অন্যথায় কেউ এ সমস্যা থেকে বের হওয়ার পথ পাবেন না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর