thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় পিঁয়াজের বাজার অভিযান ক্রেতাদের মাঝে স্বস্তি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত:
১১ ডিসেম্বার ২০২৩, ০০:২৯

নিজস্ব

পটুয়াখালীর কলাপাড়া ও মহিপুরে পৃথক অভিযান চালিয়ে ৬ পিঁয়াজ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া এসময় কলাপাড়ার ফুটপাত দখল ও গ্যাসের দাম বৃদ্ধি রাখায় ৭ ব্যবাসীয়কে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিবার রাত আটটায় কলাপাড়া পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এবং মহিপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এসময় ১২০ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রির ঘোষনা দিলে বাজারে পিঁয়াজ ক্রেতাদের হিড়িক পরে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, পিঁয়াজের বাজারে অভিযানের সময় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় মহিপুরের ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার ও কলাপাড়ার ফুটপাত দখল করায় ৪ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়ছে। বাজার নিয়ন্ত্রনে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর